মো: রাজিব হোসেন স্টাফ রিপোর্টার
বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিন অবরোধের প্রথম দিন আজ। পুলিশ জানিয়েছে, তারা সহিংসতা ও নাশকতা এড়াতে কঠোর অবস্থানে থাকবে। অবরোধের নামে দুর্বৃত্তরা সহিংসতার চেষ্টা করলে তা প্রতিরোধে প্রয়োজনে অ্যাকশনে যাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাগুরার গুরুত্বপূর্ণ স্থানে রাখা হবে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্সও রিজার্ভ রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যা বের প্যাট্রল টিমও টহলে থাকবে। সহিংসতা কিংবা নাশকতার তথ্য পেলে ৯৯৯-এ কল করার অনুরোধ জানিয়েছে মাগুরা জেলা পুলিশ।
এ ছাড়া মাগুরায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রক্ষক্ষয়ী সংঘর্ষ, নির্বিচারে হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সহিংসতায় এক পুলিশ কনস্টেবলকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে বাসে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় ঘুমন্ত নিরীহ চালকের সহকারীকে।
সারা দেশে সহিংসতায় তিনজনের মৃত্যু হয়। মাগুরায় ২ টি পরিবহনের আগুন দেওয়া হয়। এমন পরিস্থিতিতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ নিয়ে আরও সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অবরোধ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশসুপার কলিমুল্লাহ বলেন, নাশকতা ও সহিংসতা কোনোভাবেই বরদাশত করা হবে না। সহিংসতার বিরুদ্ধে সারা দেশে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার তথ্য প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার জন্য অনুরোধ করা হয়েছে।