রবিউল ইসলাম লালমনিরহাট সদর প্রতিনিধি
জামাত-বিএনপি ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি আজকের শেষ দিনে লালমনিরহাট জেলায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করতেছেন জামাত-বিএনপি’র নেতাকর্মীরা।
বিএনপি কয়েকজন নেতাকর্মী আমাদের জানান এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, অবাদ ও সুষ্ঠ নির্বাচন করার জন্য এই সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন করার দাবী জানান, বিএনপি’র নেতা কর্মীরা আমাদের জানান, মহিলা দলের নেত্রী
আমরা কাফনের কাপড় পড়ে মাঠে নেমেছি এই সরকারকে গদি থেকে নামিয়েই আমরা মাঠ থেকে ফিরবো , আরো জানান রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করো করতে হবে।সকাল থেকে ব্যাটারি চালিত অটো রিক্সা ব্যতীত দূরপাল্লার কোন গাড়ি চলাচল করেনি।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।