মোঃ রোকন মিয়া, কুড়িগ্রাম
কুড়িগ্রামে ২০০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল জব্দসহ ৩ জন কুখ্যাত মাদক কারবারি’কে গ্রেফতার করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ০৮ নভেম্বর কুড়িগ্রাম সদর থানাধীন যাত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জিএলরায় রোড এ কুড়িগ্রাম লাকার কুখ্যাত মাদক কারবারি শ্রী সুইট সরকার, রংপুর সদরের মোঃ বাবু, গাইবান্ধা সদর এলাকার মোঃ নাজমুল হক দেরে ২০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন গ্রেফতাকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।