কালের বার্তা
শুক্রবার , ১০ নভেম্বর ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইটি বিশ্ব
  6. আন্তর্জাতিক
  7. উদ্ভাবন
  8. কবিতা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. জাতীয়
  14. ধর্ম
  15. নাগরিক সংবাদ

তফসিল ঘিরে পরিকল্পনা সাজাচ্ছে বিএনপি

প্রতিবেদক
কালের বার্তা
নভেম্বর ১০, ২০২৩ ৫:১১ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘিরে আন্দোলনের পরিকল্পনা সাজাচ্ছে হরতাল-অবরোধের কর্মসূচি তে থাকা বিএনপি। দলটির লক্ষ্য চলমান আন্দোলনকে যৌক্তিক পরিণতিতে পৌঁছানো। তফশিলের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এসময়ের মধ্যে ইতিবাচক কিছু না হলে সরকারকে বাধ্য করতে অসহযোগ আন্দোলনের বিষয়টিও ভাবনা রয়েছে সরকার বিরোধীদের। পাশাপাশি বিএনপির হাইকমান্ড কে কঠোর কর্মসূচি চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন দলের মাঠপর্যায়ের নেতারা।

সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালের ৩ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এছাড়া আগামী মঙ্গলবার ঘোষণা হতে পারে নির্বাচনের তফসীল। তাই তফশিলকে ঘিরে আন্দোলনের পরিকল্পনা সাজানো হচ্ছে। দলের নেতাদের মতে তফসিল ঘোষণার মাধ্যমে দেশকে নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে সরকার, এ জন্য পাল্টা কৌশল হিসেবে আন্দোলন জোরদার করার পরিকল্পনা নিচ্ছেন বিএনপি। জানা গেছে তফসিলের পর এক সপ্তাহ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রাথমিক পরিকল্পনা রয়েছে দলটির, এই সময়ের মধ্যে ইতিবাচক কিছু না হলে দাবি মানতে সরকারকে বাধ্য করতে সর্বশেষ কর্মসূচি হিসেবে অসহযোগ আন্দোলনের বিষয়টিও ভাবনা রয়েছে সরকার বিরোধীদের যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি তারা। এছাড়া এই কর্মসূচি একেবারে নাকচ করেননি বিএনপির ও শরিক দলগুলোর নেতারা। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আন্দোলনের চতুর্থ ধাপের কর্মসূচি ঘোষণা করবে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি, জানা গেছে তৃতীয় দফার অবরোধ শুক্র ও শনিবার বিরতি দিয়ে আগামী সপ্তাহের প্রথম দুই দিন হরতালের কর্মসূচি আসতে পারেন। ওই কর্মসূচি শেষে এক দিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টা অবরোধ হরতালের কর্মসূচি আসতে পারে।

এ বিষয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডঃ আব্দুল মঈন খান বলেন সংগ্রাম সফল না হওয়া পর্যন্ত নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন চলতে থাকবে। সরকার মনে করছে তফসিল ঘোষণা হলেই বিরোধীদল কাবু হয়ে পড়বে, তবে তফসিল ঘোষণার পরে নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে সেই উদাহরণও অনেক আছে। গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কালের বার্তা কে বলেন এক দফা দাবি আদায়ে আন্দোলনে যে ধারাবাহিক কর্মসূচি চলমান রয়েছে তা অব্যাহত থাকবে। যুগপৎ শরীফের বৃহস্পতিবার নিজ নিজ জায়গা থেকে এ কর্মসূচি ঘোষণা করবে। দাবি আদায়ে গণতান্ত্রিক আন্দোলনের স্বীকৃত সব পদ্ধতি প্রয়োগ করা হবে বলে জানান গণতন্ত্র মঞ্চের এই নেতা। অন্য দিকে অবরোধের বিকল্প কর্মসূচি খুঁজতে গত এক সপ্তাহ ধরে স্থায়ী কমিটির ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠন এবং গণতন্ত্র মঞ্চসহ যুগপৎ আন্দোলনের শরিকদের মতামত নেয়া দলটি। তবে অবরোধের বিকল্প হিসেবে হরতাল ছাড়া বিএনপি ভিন্ন কোনো জুতসই কর্মসূচি এখনো খুঁজে পায়নি বলে জানা গেছ। এছাড়া চলমান আন্দোলন সফলের নতুন কৌশল গ্রহণ করছে বিএনপি এর অংশ হিসেবে অবরোধ জোরদার করতে দলের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

খলনায়ক রাজিবের ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ

শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেনের ৩য় মৃত্যু বার্ষিকীর স্বরন সভা ও দোয়া মাহফিল

ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড পেলেন বরিশালের কিশোর বালা

ঢাকাস্হ দুমকি উপজেলা জনকল্যাণ উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী কমিটি গঠন

দুমকি উপজেলায় পরিবার পরিকল্পনা দপ্তরের এ্যাডভোকেসি সভা

ভোরের চেতনা পত্রিকার ২৫তম বর্ষপূর্তি উদযাপন

শেরপুরে পুলিশের রাত্রিকালীন মহড়া

বিনামূল্য ৬০০ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করতে প্রস্তুত “নবজাগরণ ইয়ুথ ফাউন্ডেশন ”

কুমিল্লার চৌদ্দগ্রামে অবরোধের বিএনপির ঝটিকা মিছিল

শেরপুরে নৌকার মাঝি আতিক,মতিয়া ও শহিদুল