কালের বার্তা
শুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইটি বিশ্ব
  6. আন্তর্জাতিক
  7. উদ্ভাবন
  8. কবিতা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. জাতীয়
  14. ধর্ম
  15. নাগরিক সংবাদ

ময়মনসিংহের চাঞ্চল্যকর রাকিব হত্যার রহস্যে যুবলীগ নেতা শাওন সহ ছয় আসামী গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৭, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ

আবদুল হালিম, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানার শম্ভুগঞ্জ টোল প্লাজার সামনের রাস্তায় আসামীদের বহনকারী হাইচ গাড়ীকে ট্রাক দিয়ে চাপা দেওয়াকে কেন্দ্র করে বহিষ্কৃত যুবলীগ নেতা ও তার অনুসারীর মাধ্যমে চায়না মোড়ে সংঘটিত আব্দুর রাজ্জাক রাকিব হত্যাকান্ডে মূল আসামী শাওনসহ জড়িত ছয়জনকে গেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত শনিবার (১১ নভেম্বর ২০২৩) গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সাথে জেলার তারাকান্দা ও ফুলপুর উপজেলায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে ফেরার পথে ময়মনসিংহ নগরের চায়না মোড় এলাকায় তুচ্ছ ঘটনায় এক ট্রাক চালকের সাথে যুবলীগের বহিস্কৃত নেতা শাওন ও তার অসুসারীদের বিরোধ সৃষ্টি হয়। এ সময় শাওন ও তার অনুসারীরা ট্রাক ড্রাইভার রাকিবকে টেনে হেছড়ে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে তাদের ছুরিকাঘাতে নিহত হয় রাকিব। এতে আহত হয় পরিবহন শ্রমিক একই এলাকার জায়েদ উদ্দিনের ছেলে সাদেক আলী (৩২) এবং ৩৩ নম্বর ওয়ার্ডের চর ঝাউগড়া এলাকার মৃত আক্তার আলীর ছেলে শহিদ মিয়া (৪০)।  

এ ঘটনার পরদিন নিহতের মা হাসি বেগম মহানগর যুবলীগের বহিষ্কৃত সদস্য শাওনসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যা কোতোয়ালী মডেল থানায় মামলা নং-২৮, তারিখ-১২/১১/২০২৩ ইং, ধারা-১৪৩/৩৪১/৩০২/৩২৩/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড রুজু হয়। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁইয়া পিপিএম এর নির্দেশে মামলাটি ছায়া তদন্তের সময় জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহের একটি ধারাবাহিক টিম ঢাকা জেলার সাভার থানার আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে গত বৃহস্পতিবার ১৬/১১/২০২৩ তারিখ দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় হত্যাকান্ডের মূল হোতা শাওন সহ ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২), ২। মোঃ মাসুদ পারভেজ (৩৩), উভয় পিতা-মোঃ ইদ্রিস হোসেন, মাতা-মোছাঃ পারভীন আক্তার, সাং-সেহড়া চামড়াগুদাম, ৩। মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩), পিতা-মৃত রিয়াজ উদ্দিন, মাতা-মৃত ফরিদা বেগম, সাং-মাজার শরীফ রোড, সানকিপাড়া, ৪। মোঃ মানিক মিয়া (৩২), পিতা-মৃত আব্দুল জব্বার, মাতা-মোছাঃ রওশনারা, ৫। মোঃ মমিন (৩৩), পিতা-মৃত মোকশেদ আলী, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, ৬। মোঃ শান্ত (২০), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মোছাঃ রেনু বেগম। এরা সবাই ময়মনসিংহ নগরের কোতোয়ালি থানার সেহড়া , চামড়াগুদাম এলাকার বাসিন্দা

এবিষয়ে ওসি (ডিবি) ফারুক হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তার করা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রাকিব হত্যাকান্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে। বাকি আসামীদেরকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে। পরে বিস্তারিত জানানো হবে।

নিহত আব্দুর রাজ্জাক রাকিব হত্যাকান্ডের মুল হোতা বহিষ্কৃত যুবলীগ নেতা গ্রেফতারকৃত মোঃ ইয়াছিন আরাফাত শাওন (৩২) এর বিরুদ্ধে অস্র ও মাদকসহ ১৪ টি মামলা৷ রয়েছে , এছাড়াও মোঃ মাসুদ পারভেজ (৩৩) এর বিরুদ্ধে ০৬ টি, মোঃ আনিছুর রহমান ফারুক (৩৩) এর বিরুদ্ধে ০২ টি,মোঃ মানিক মিয়া (৩২) এর বিরুদ্ধে ০৫ টি,মোঃ মমিন (৩৩) এর বিরুদ্ধে ০৩ টি,এবং শান্ত (২০) এর বিরুদ্ধে ০৩ টি পৃথক পৃথক মামলা রয়েছে।

এদিকে নিহত রাকিবের চাচা ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাগর দাবি গ্রেপ্তারকৃতরা সবাই রাকিব হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ২৬ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের শেখ হাসিনার বিকল্প নেই

তফসিল বাতিলসহ তিন দফা দাবিতে জাতীয় সংলাপের আহবান ইসলামি আন্দোলনের

দ্বিতীয় দফার নমিনেশনে উত্তীর্ণ শাহাজাদা সাজু 

রুহিয়ায় আওয়ামী যুব মহিলা লীগের কমিটি গঠন

এমপি সাইফুদ্দিন শিখর এর উপস্থিতিতে হযরত পীর মুকাররম আলী শাহ্ (রঃ) আলিম মাদ্রাসার ৪ তলা ভবনের উদ্বোধন

নরসিংদী জেলা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাবুগঞ্জে জাতীয় পার্টির চলছে ব্যাপক প্রচার কার্যক্রম

লালমনিরহাট তিস্তা সড়ক রাস্তার উপর হইতে ২০০ বোতল ফেন্সিডিলসহ আটক- ১

দুমকির মানবিক ডাক্তার অমিতাভের ব্যবহারেই রোগীরা অর্ধেক সেরে যায়