মোঃকায়সার রশীদ, জেলা প্রতিনিধি, শেরপুর
শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকার শ্রীবরদী উপজেলা পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে রাত্রিকালীন মহড়া অনুষ্ঠিত হয় গতকাল রোববার রাতে।
দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন কে সামনে রেখে হরতাল অবরোধ আগুনসন্ত্রাসে দুস্ক্রীতকারীরা কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে বলে জানিয়েছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ কাইয়ুম খান সিদ্দিকী।
রোববার রাতে শ্রীবরদী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় শ্রীবরদী থানার পুলিশ কর্তৃক গৃহীত আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা পরিকল্পনায় রাত্রিকালীন মহড়া দেয় শ্রীবরদী থানা পুলিশের একটি চৌকস দল। হরতাল অবরোধের নামে যেকোন ধরনের অপৃতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে, তা অবশ্যই কঠোর হস্তে দমন করা হবে।