মোঃ জাহিদুল ইসলাম গলাচিপা প্রতিনিধি :
বাস্তবায়নেঃ-কমিউনিটি ডেভেলপমেন্টের সেন্টার (কোডেক)
“মেধা ও মননে সুন্দর আগামী ” এই প্রতিপাদ্য বিষয়কে সমুন্নত রাখতে অদ্য কার ২০/১১/২০২৩ ইং তারিখ কোডেক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ)এর সাহায়তায় গলাচিপা উপাজেলাধীন রতনদী তালতলী ইউনিয়নের কিশোর কিশোরী ও দল নেতাদে নিয়ে সফট স্কীল কর্ম কান্ডের আওতায় সুদ্ধ উচ্চারণ, নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।প্রশিক্ষণ শেষে প্রশিক্ষকে সুভিনিয়র প্রদান করা হয়। ।অদ্য কার বিকাল৪.০০ ঘটিকায় রতনদী তালতলী ইউনিয়নের ফুটবল ওয়ার্ড বাছাই ও সেমিফাইনাল খেলা শেষে ৬নং ও ৭নং ওয়ার্ড ফুটবল ফাইনাল খেলা বড় বাধ দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।৭নং কিশোর ক্লাব চ্যাম্পিয়ন হয়। বিজয়ীদের চ্যাম্পিয়ন ট্রফি,রানার্স আপ ট্রফি মেডেল প্রদান করা হয়।
পরিচালনায়
মোঃ সোলায়মান।
কৈশোর কার্যক্রম কর্মকর্তা (উপজেলা ইনচার্জ)
গলাচিপা,পটুশাখালী।