ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন প্রয়াত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞার ছেলে মাইনুল হাসান তুষার। এরই মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি।
তিনি গত শনিবার(১৮ নভেম্বর) মনোনয়ন কেনার বিষয়টি নিশ্চিত করে মাইনুল হাসান তুষার বলেন,শনিবার তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। রবিবার বিকেলে তা দলীয় কার্যালয়ে জমা দিয়েছি। একায় নেতাকর্মী ও জনগনের সাথে কথা বলছে। আমার বাবার অসমাপ্ত কাজগুলো করার সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানাই।
এক প্রশ্নের জবাবে তুষার বলেন, ‘গত উপনির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু দেয়নি। তাই তৃণমূল বিএনপি থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন চেয়েছি।
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন আব্দুস সাত্তার। ২০২২ সালের ডিসেম্বরে উকিল আব্দুস সাত্তারসহ বিএনপির সাত এমপি সংসদ থেকে পদত্যাগ করেন। সংসদ থেকে পদত্যাগের পর অভিমানে দল থেকে পদত্যাগের গুঞ্জনে ২ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে সাত্তার ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন। বিষয়টি তখন দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।