পটুয়াখালী অফিস:
অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,পটুয়াখালীর নির্দেশনায়, এসআই (নিঃ)/সম্বিত রায়, জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালী, সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় মোঃ হৃদয় মল্লিক (১৮), পিতা-মোঃ হাবিব মল্লিক, মাতা-মুকুল বেগম, সাং-সরমহল, ৪নং ওয়ার্ড, কুশানগল ইউপি, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠীকে অদ্য ২৬/০৮/২০২৩ তারিখ সকাল ০৭:৩০ ঘটিকার সময় একটি YAHAMAHA FZ S V2 চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গত ইং ২৫-০৮-২০২৩ তারিখ বিকালে কুয়াকাটা পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ মালিকের বসত বাড়ীর সামনে হতে উক্ত মোটর সাইকেলটি চুরি হয়।