সাকিব হোসেন
কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়া কুমারখালীতে থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন মামলার ২৮ জনকে আটক করা হয়। (২১ শে) নভেম্বর রাতে বিভিন্ন এলাকায় এই অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি রয়েছে। এবং নাশকতা মামলার ইউনিয়ন জামাতের নেতাসহ ১৫ জন জামায়াত কর্মী কে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,নন্দুলালপুর ইউনিয়ন জামায়াতের রোকন মোঃ তসলিমা উদ্দিন, জামায়াত কর্মী সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, জিয়াউর ইসলাম, খালেদ হোসেন, খলিলুর রহমান, আব্দুর রউফ সহ আরো অনেকেই।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম আকিব বলেন, বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ১২ জন ও নাশকতা মামলায় ১৫ জন ও অন্যন্য মামলায় ১ জনকে কে আটক করে আদালতে প্রেরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।