অনলাইন ডেস্ক :
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে গুলি ছুড়েছেন বলে অভিযোগ উঠেছে, বিএনপির নেতাকর্মীদের অভিযোগ তাদের উপর দফায় দফায় হামলা শেষে গুলি বর্ষন করা হয়।
জানা যায় এর আগেও বাকই উত্তর ইউনিয়নে আমার কর্মিসভায় ভণ্ডুল করা হয়েছে। চেয়ার-টেবিলও ভাঙচুর করা হয়েছে।
অভিযোগের বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান জানান, বিএনপির লোকজন আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করেছে। আমাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের নাম পরে জানানো হবে। আমরা কোনো হামলা করিনি কারন আমরা শান্তিপূর্ন সভা সমাবেশ চাই।
লালমাই থানার ওসি হানিফ সরকার বলেন, বেলঘর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির লোকজনের মধ্যে ঝামেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।