অনলাইন ডেস্ক: বরিশাল বিভাগে ক্রমশঃ বেড়েই চলেছে এইডস রেগীর সংখ্যা। বরিশাল হাসপাতালের একটি সূত্র জানায় বরিশাল বিভাগের এইডস রোগীর সংখ্যা :-
বরিশাল -১২০, পটুয়াখালী -৫০, ভোলা-৩৫, বরগুনা -২৭, পিরোজপুর -১৩, ঝালকাঠি -২০ জন। মোট- ২৬৫ জন।
আমাদের সাধারণ মানুষের ধারণা – অনিরাপদ যৌন কর্মই এইডস রোগ ছড়ায়।
কিন্তু আমার ধারণা অনিরাপদ রক্ত পরিসঞ্চালন এদেশে এইডস ছড়ানোর অন্যতম একটা কারণ।
রক্ত অন্যকে দেয়ার আগে বাংলাদেশে রক্তদাতার রক্তের ৫ টি পরীক্ষা বাধ্যতামূলক। এর মধ্যে এইডস এর HIV পরীক্ষায়ও আছে।
রক্ত দেয়ার আগে রক্ত দাতার রক্তের
৫ টি screening test:
Hepatitis B virus
Hepatitis C Virus
HIV বা AIDS
Syphilis
Malaria
সরকারি হাসপাতালে এই ৫ টি পরীক্ষা হলেও। বেসরকারি সকল প্রতিষ্ঠানে হয় কিনা? এটা বড় প্রশ্ন।
তাই আপনি আপনার রোগীকে রক্ত দেয়ার অগে নিশ্চিত হতে হবে, রক্ত নিরাপদ কিনা।
রক্তের ৫ টি screening test করা আছে কিনা?
অনিরাপদ রক্ত পরি সঞ্চালন শুধু এইডস্ না Hepatitis B virus ও Hepatitis C virus অন্যদের ছড়ানোর একটা অন্যতম কারণ।
সচেতনতা ও প্রশাসনিক পদক্ষেপের কোন বিকল্প নাই।