অনলাইন ডেস্ক: অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,পটুয়াখালীর নির্দেশনায়, এসআই (নিঃ)/সম্বিত রায়, জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালী, সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় পটুয়াখালী থানাধীন আউলিয়াপুর হতে ১) মোঃ আলমগীর মৃধা (৩৫), পিতা-মৃত হানিফ মৃধা, মাতা-হালিমা বেগম, সাং-উত্তর আমখোলা, ২নং ওয়ার্ড, আমখোলা ইউপি, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী ২) মোঃ রাসেল (২২), পিতা-মোঃ সোনে আলী সরদার, মাতা-মোর্শেদা বেগম, সাং-উত্তর বাদুরা, ৭নং ওয়ার্ড, আউলিয়াপুর ইউপি, থানা ও জেলা-পটুয়াখালীদ্বয়কে ২৬-০৮-২০২৩ তারিখ ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা প্রক্রিয়াধীন।