মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরগুনা প্রতিনিধি ।
বরগুনার বাংলাদেশ শিক্ষক আন্দোলনের সমিতি(বি টিএ) এর এক সভা আজ অনুষ্ঠিত হয়। এতে বরগুনা জেলার সকল উপজেলার সভাপতি সম্পাদক মন্ডলীর উপস্হিতিতে আজ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
স্হান ছিল বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান এর অফিস কক্ষ। সভায় সকল উপজেলার সভাপতি ও সম্পাদকগন শিক্ষকদের দাবী দাওয়া নিয়ে বক্তব্য রাখেন। ব্যাপক আলোচনা শেষে উপজেলা সফরসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ঢাকায় ২২দিনব্যাপী শিক্ষক আন্দোলন নিয়ে আলোচনা করা হয় এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি, সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দকে বরগুনায় সাংগঠনিক সফরে নিয়ে আসার উদ্যোগসহ জেলা সন্মেলন আয়োজনের লক্ষ্যে
১৫ সদস্য বিশিষ্ট একটি প্রস্ততি কমিটি গঠন করা হয়।
সন্মেলন প্রস্ততি কমিটির আহবায়ক, ১)সোহেলী পারভীন প্রধান শিক্ষক বরগুনা সদর
২) সদস্য সচিব-জনাব, তরিকুল ইসলাম রেজা প্র/শি , পাথরঘাটা
৩) সদস্য -জনাব,-তপন কুমার মিস্ত্রী প্র/শি বরগুনা সদর
৪) জনাব , কামাল হোসেন প্রধান শিক্ষক,বামনা ৫)গাজী মোঃগোলাম ফারুক,আমতলী ৬)মোঃ সেলিম আহমেদ প্র/শি,বেতাগী
৭) শহীদুল ইসলাম, প্র/শি, তালতলী
৮)অঞ্জন চ্যাটার্জি প্র/শি
৯) মোঃগোলাম মাওলা মিলন প্র/শি, পাথর ঘাটা, মোসাঃরুবি প্র/শি ১০)আনোয়ার হোসেন প্র/শি
১১) মোঃইউসুফ মিয়া প্র/শি ১২)মোঃহানিফ মিয়া প্র/শি
১৩) সুজন কৃষ্ণ প্র/শি ১৪)জামাল হোসেন সহ প্র/শি ১৫)কামাল হোসেন প্র/শি
এ আহ্বায়ক কমিটি আগামী দিনে শিক্ষকদের জাতীয়করণের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে সরকারের নিকট যে দাবি-দাওয়া পেশ করেছিলেন তার পর্যালোচনা করা হবে বলে জানা যায়। সবাই আরো উল্লেখ করা হয় দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় অবিলম্বে জাতীয়করণ করা হয় সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আবার জানানো হয়। সরকারের আশ্বাসের প্রেক্ষিতে বিগত ২২ দিনের আন্দোলন সফল হয়েছে বলে জানান। মাধ্যমিক স্তরের শিক্ষকরা নিম্ন বেতন কাঠামোতে এ দুর্মূলের বাজারে তাদের দায়িত্ব পালন করে আসছে। শিক্ষা জাতির মেরুদন্ড আর জাতি গড়ার কারিগর শিক্ষকরা অর্থনৈতিক নিষ্পেষণ এর মধ্যে রয়েছে বলে শিক্ষকদের প্রতিনিধি হিসেবে আজকের আহ্বায় কমিটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বলে জানান। বরগুনার আহ্বান কমিটির আহবায়ক প্রধান শিক্ষকের নেতৃত্বে এ আন্দোলন জোরদার করা হবে বলে জানানো হয়।