চলমান উর্ধগতি বাজারদরের দিকে সুদৃষ্টি দিয়েছে বানিজ্য মন্ত্রণালয়। আজ বানিজ্যমন্ত্রী টিপু মুনসি এক অনুষ্ঠানে বাজারদর নির্ধারণ করে দেন। সেখানে সয়াবিন প্রতি কেজি ১৬৯ টাকা আলু ৩৬ টাকা পেয়াজ ৬৫ ও ডিম ১২ টাকা পিচ।
এছাড়াও তিনি ডিম আমদানি করার বিষয়ে অবগত করেন।