ফরিদপুরের মধুখালীতে নাগ টেলিকম নামে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি
পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী বাজারের মির্জা মোজাফ্ফার মার্কেটের নাগ টেলিকম মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার মধুখালী বাজার ও দোকান মালিক সুত্রে জানা গেছে, রাত ৯টায় তাঁরা যথারিতি দোকান বন্ধ করে চলে যান। পরের দিন ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পাশের দোকানের কর্মচারী দোকান খুলতে গেলে দেখতে পান দোকানের তালা খোলা ও শাটার ভাঙ্গা। সাথে সাথে নাগ টেলিকমের মালিক মুকুন্দ নাথ নাগকে মোবাইলে জানালে তিনি তার মোবাইলে দেখতে পান তার দোকান চুরি হয়েছে এবং দোকান একেবারে ফাঁকা।
২শটি মোবাইল চুরি হয়েছে যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৫০ লক্ষ টাকা বলে জানান দোকান মালিক মুকুন্দ নাথ।
রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত পাহারাদার বাজারে পাহারা দিয়ে থাকেন। থানা সিসি ক্যামেরার মেমোরী কার্ড নিয়ে গিয়েছে যাছাইবাছাই করে দোষিদের চিহ্নিত করার জন্য।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান চুরির ঘটনায় দোকানে ব্যবহৃত সিসি ক্যামেরার মেমোরী কার্ড থানায় নিয়ে আসছি দেখে প্রয়োজনীয়
ব্যবস্থা গ্রহন করা হবে। এখন পর্যন্ত দোকান মালিক লিখিত অভিযোগ দেননাই। তবে বাজারের পাহারাদারদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ চলছে।