কালের বার্তা
রবিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৬শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইটি বিশ্ব
  6. আন্তর্জাতিক
  7. উদ্ভাবন
  8. কবিতা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. জাতীয়
  14. ধর্ম
  15. নাগরিক সংবাদ

শেরপুরে কবর থেকে চারটি কঙ্কাল চুরি!

প্রতিবেদক
কালের বার্তা ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৩ ৯:৫৮ পূর্বাহ্ণ

হারুন অর রশীদ শেরপুর জেলা প্রতিনিধি: মরেও যেন রেহাই পেলেন না শেরপুর সদর উপজেলার বাজিতখিলার মির্জাপুর গ্রামের স্থানীয় চার বাসিন্দার কঙ্কাল। গত কয়েকদিন আগে গভীর রাতে অজ্ঞাত নর কঙ্কাল চোর চক্র মির্জাপুর গ্রামের একটি কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।

আজ ১৭ সেপ্টেম্বর রবিবার স্থানীয় মির্জাপুর গ্রামের বাসিন্দা নুরুল আমিনসহ আরো কয়েকজন যুবক কবরস্থান পরিষ্কার করতে এসে দেখে চারটি কবর থেকে কঙ্কাল উধাও হয়ে গেছে। বিষয়টি নজরে আসা মাত্রই এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

মির্জাপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ আমজাদ হোসেন জানান, চুরিকৃত চারটি কঙ্কালের মধ্যে একটি তার মেয়ের ঘরে নাতি,অপর তিনজন যথাক্রমে তার ফুফাতো ভাই মৃত আ: লতিফ ও দুই চাচা সুলতান ও শহীদুরের কবর থেকে কঙ্কাল গুলো চুরি করা হয়েছে।

ওই গ্রামের বাসিন্দা মৃত শহিদুরের ছেলে নুরুল আমিন জানান, আমাদের কবরস্থানটি ঝোপঝাড়ে পরিপূর্ণ হওয়ায় এটি পরিষ্কার করতে এসে দেখি আমার বাবার কবর থেকে কঙ্কাল চুরি হয়ে গেছে। এর পাশে আরো তিনটি কবর থেকে কঙ্কাল গুলো চুরি হয়েছে। আমি আর তীব্র নিন্দা জানাই, আমার বাবার কঙ্কাল যারা চুরি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয় বাসিন্দা সবুজ জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক যে একজন মানুষ মরার পরেও তার সাথে এমন আচরণ করা হলো। এখানে আমাদের গ্রামের সকল মুরুব্বীদের কবর আছে, এর আগে কখনো এমনটি ঘটেনি। আমরা বিষয়টির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।

এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন,এবিষয়ে কেউ কোন অভিযোগ করেন নাই। ঘটনাটি আপনার মাধ্যমেই জানতে পারলাম। বিট অফিসারকে পাঠাবো বিষয়টি খোঁজ খবর নেওয়ার জন্য।

সর্বশেষ - রাজনীতি