মো. জাহিদুল ইসলাম জাহিদ,গলাচিপা প্রতিনিধি :
পটুয়াখালী -৩ সংসদীয় আসনে জনপ্রিয়তায় এগিয়ে মো. হাসান মামুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) গলাচিপা,দশমিনা ( পটুয়াখালী ৩) আসনে সবচেয়ে জনপ্রিয় নেতা দক্ষিণ বাংলার কৃতি সন্তান গনমানুষের বন্ধু বিএনপির লরাকু সৈনিক,মানুষের আশা,মানুষের ভরসা,মানুষের ভালোবাসা যার অপেক্ষায় গলাচিপা দশমিনা বাসির একজন জনবহুল রাজনীতিবিদ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল ছাত্রদলের সাধারণ সম্পাদক ও (সভাপতি) বিএনপি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য,জননেতা জনাব হাসান মামুন । বর্তমান সময়ের অন্যতম নেতা যে সর্বদা মানুষের পাশে ছিল এবং থাকবে।গলাচিপা,দশমিনা – ৩ আসনে হাসান মামুন এর জনপ্রিয়তায় এগিয়ে তিনি। কৃষক,শ্রমিক,দিনমজুর, হতে শিক্ষক, ডাক্তার, উকিল নিম্ন শ্রেণীর পেশাজীবী হতে উচ্চ শ্রেণীর পেশাজীবী পযর্ন্ত তার অনুপ্রেরণায় তার আদর্শে এক সুতায় গেথে রেখেছেন এই আসন টি। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচি গুলো মামলা হামলা উপেক্ষা করে এই আসনের সকল নেতাকর্মীদের নিয়ে যথাযথভাবে পালন করে যাচ্ছে। বারবার প্রার্থীতা ভূলের কারণে পটুয়াখালী-৩ আসনে এখন পর্যন্ত বিএনপির দখলে যায়নি। তবে এবার আশা করা যায় হাসান মামুন এর নেতৃত্বে এই আসন বিএনপির দখলে আসবে।