হুজ্জাতুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা জোরেশোরে চলছে এলাকার সর্বত্র। আওয়ামী লীগের নৌকার প্রত্যাশী প্রার্থী এসএম শাহজাদা দলীয় মনোনয়ন পাওয়ার অনেক আগে থেকেই সম্ভাব্য প্রার্থী হিসাবে তৃণমূল পর্যায়ে গণসংযোগ শুরু করেন। তার সাথে আওয়ামী লীগের নৌকার প্রতিক পাওয়ার দৌড়ে প্রতিযোগিতার মাঠ মাতিয়ে চলেছে সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর পুত্র আ স ম জাওয়াদ সুজন, আওয়ামী লীগ নেতা এডভোকেট ফকরুল ইসলাম মুকুল এবং বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন আজাদ।
পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে মিছিল, মিটিং, সভা, সমাবেশসহ নির্বাচনী প্রচারণায় অনেক এগিয়ে রয়েছে আওয়ামী লীগ। নির্বাচনী মাঠ দখলে রয়েছে তাদের। অপরদিকে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি গোলাম মাওলা রনি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটর সদস্য, বিএনপি সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ও সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসান আল মামুন এবং গণঅধিকার পরিষদ থেকে ভিপি নুর। রাজনীতির মাঠে এখন পর্যন্ত বিএনপিকে সেভাবে সক্রিয় দেখা যাচ্ছে না তবে সম্ভাব্য বিএনপি দলীয় ঘর গুছিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নামবে বলে প্রত্যাশী বিএনপি সাধারন নেতা কর্মীগণ।
আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত পটুয়াখালী-৩ আসন ১৯৭০ সাল থেকে এ পর্যন্ত (১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন বাদে) তিনবার আওয়ামী লীগের হাতছাড়া হয়। প্রথম হাতছাড়া হয় ১৯৭৯ (সালে) ’৭৯ সালের নির্বাচনে এমপি নির্বাচিত হন বিএনপির অধ্যাপক আবদুল বাতেন। ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও ইয়াকুব আলী চৌধুরী এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে মোঃ শাহজাহান খান এমপি নির্বাচিত হন। ১৯৯১ সালের নির্বাচনে আখম জাহাঙ্গীর হোসাইনকে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিলে তিনি আসনটি পুনরুদ্ধার করেন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে দুই দফায় তিনি আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন। শেষবারে তাকে বস্ত্র প্রতিমন্ত্রী করা হয়। ২০০৮ সালে এখানে গোলাম মাওলা রনিকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলে তিনি নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় এমপি নির্বাচিত হন আওয়ামী লীগের আখম জাহাঙ্গীর হোসাইন। ২০১৮ এর একদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান বর্তমান পটুয়াখালী-৩ (গলাচিপা ও দশমিনা) আসনে এর এমপি এসএম শাহজাদা।
এবারের নির্বাচনে এই আসনে মনোনয়ন পাবার জন্য আওয়ামী লীগ, বিএনপি, গন অধিকার পরিষদ থেকে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এছাড়াও মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মোঃ সাইফুল ইসলাম ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের কামাল খান।