কালের বার্তা
শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ২৪শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইটি বিশ্ব
  6. আন্তর্জাতিক
  7. উদ্ভাবন
  8. কবিতা
  9. খুলনা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চাকরি
  13. জাতীয়
  14. ধর্ম
  15. নাগরিক সংবাদ

ত্রাণের চালানে কফিন পাচ্ছে গাজাবাসী।

প্রতিবেদক
আন্তর্জাতিক প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

মিসরের গাজা সীমান্ত খোলার পর, গাজাবাসীদের প্রথম ত্রাণে কফিন পেয়ে সাংবাদিক রুশদি আবু আলোউফের রিপোর্টে বলা হয়েছে যে ইসরায়েল দ্বারা ২০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, যেগুলোতে একটিতে কফিন রয়েছে। এই ট্রাকগুলোর সাথে গাজা থেকে আনা হয়েছে মেডিসিন ও জ্বালানি।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৪,২৩৭ জন নিহত হয়েছে এবং ইসরায়েলে বোমবর্ষণে এসব মানুষ নিহত হনেছে। গাজার আল আহলি আরব হাসপাতালে বোমা হামলার নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে, যাতে প্রায় ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা ‘নিরাপদ’ ভাবে ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন এটি গণহত্যা এবং ভয়াবহ অপরাধ।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তাদের কাছে সব তথ্য আসেনি। এই বিষয়ে পর্যালোচনা চলছে। মানবাধিকার ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো হাসপাতালে বেসামরিক নাগরিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের সরকার-রাষ্ট্রপ্রধানরাও এই হামলার নিন্দা জানাচ্ছে।

সর্বশেষ - রাজনীতি