ঢাকার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর প্রধান ফটকের সামনে থাকা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। খানাখন্দে ভরা এই রাস্তায় বৃষ্টি হলে পানি জমে সৃষ্টি হয় নোংরা ও কর্দমাক্ত পরিবেশ। দেশের চলচ্চিত্র শিল্পের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এফডিসির প্রবেশমুখে এমন অব্যবস্থাপনা শিল্পী-কলাকুশলীদের নিত্যদিনের ভোগান্তিতে ফেলছে।
চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন, সিনেমার ‘কারখানা’ হিসেবে পরিচিত এই জায়গার প্রবেশপথ এমন নোংরা থাকা মোটেও শোভনীয় নয়। সড়কটি কতটা কর্দমাক্ত ও জলাবদ্ধ হয়ে থাকে, তার বাস্তব চিত্রই দেখিয়ে দিচ্ছে পরিস্থিতির গভীরতা।
চলচ্চিত্রকর্মী মাসুদ রানা নকীব জানান, এই সমস্যা শুধু আগত দর্শনার্থী বা কর্মীদের জন্যই নয়—চলচ্চিত্র নির্মাণ, শুটিং এবং বিভিন্ন প্রযুক্তিগত কাজেও এর প্রভাব পড়ছে। দেশসেরা নায়ক শাকিব খানসহ নামকরা তারকা কিংবা বিদেশি নির্মাতারা কাজের প্রয়োজনে এফডিসিতে এলেও এই ভেজা ও ভাঙাচোরা রাস্তায় পড়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন।
ব্যক্তিগত গাড়িবিহীন শিল্পী-কুশলীদের দুর্ভোগ আরও বেশি। হেঁটে কিংবা রিকশায় চলতে গিয়েও ঝামেলায় পড়তে হয়। অনেক নির্মাতা, অভিনেতা ও পেশাজীবী জানান, মানসম্মত শুটিং পরিবেশ বজায় রাখতে সড়কটির দ্রুত সংস্কার প্রয়োজন।
চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতির কাছে বিষয়টি জানতে চাইলে তারা জানান, অনেকদিন ধরেই রাস্তার এই দুর্দশা চলছে, এরপরও সবাই কাজ চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হয়েছে, এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও রয়েছে।
সরেজমিনে দেখা যায়, এফডিসি গেটের সামনে সড়ক সংস্কারের কাজ চলছে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ থেকে রেহাই মিলবে না বলেই মনে করছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট দপ্তর বা বিএফডিসির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন