ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় সদ্য যোগদানকারী নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন নান্দাইল উপজেলা কৃষক দল।
১৭ ই নভেম্বর (সোমবার)২০২৫ ইং তারিখ নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান রেনু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সহসভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি আমরুল, প্রচার সম্পাদক খালেকুজ্জামান সুজন, শেরপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মফিজ উদ্দিন ,নান্দাইল ইউনিয়নের আহ্বায়ক এরশাদ, মোয়াজ্জেমপুর ইউনিয়নের আহ্বায়ক রফিকুল ইসলাম সহ অন্যান্য ইউনিয়নের নেতাকর্মী । উপস্থিত সকলের উদ্দেশ্যে নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন দল মত নির্বিশেষে সকল প্রান্তিক কৃষকদের পাশে তিনি আছেন। কৃষকদের সমস্যাদি নিয়ে নেতা কর্মীদের সাথে কৃষিখাতের উন্নয়নে দীর্ঘক্ষণ আলোচনা করেন।
মন্তব্য করুন