গণসংহতি আন্দোলন মনোনীত পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. আমজাদ হোসেন (৬৮) ইন্তেকাল করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীতে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার ছোট ছেলে এসএম ফরহাদ জানান, “বাবা সারাটি জীবন দেশকে ভালোবেসে কাজ করেছেন। হঠাৎ সবকিছু বদলে গেল। দ্রুত চিকিৎসার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না। আপনাদের সবার কাছে বাবার জন্য দোয়া চাই।”
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়িতে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে লেবুখালীর ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান— তার কিডনির জটিলতা ও পানি শূন্যতা দেখা দিয়েছে, ডায়ালাইসিস প্রয়োজন। এ কারণে তাকে দ্রুত ঢাকার সিএমএস হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু বরিশাল পৌঁছানোর আগেই তিনি পথিমধ্যে মারা যান।
মো. আমজাদ হোসেন বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় এলাকায় গভীর শোক নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গন, সহযোদ্ধা মুক্তিযোদ্ধা, সহকর্মী এবং সাধারণ মানুষ সবাই তার বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন