কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৬৯ লাখ ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, শাল, চাদরসহ বিভিন্ন ধরনের পোশাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।
শুক্রবার ভোরে বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা এসব গাঁইট উদ্ধার করে।
বিজিবি জানায়, মধ্যরাত থেকে টহল জোরদার করা হলে ভোরের দিকে শাহেদবাজার এলাকায় ভারতীয় মালামাল পাচারবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, উদ্ধার করা সমস্ত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমসে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন