শেরপুর ও ময়মনসিংহ সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৯ বিজিবি)-এর টানা অভিযানে আবারও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য ও গবাদিপশু জব্দ হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ২০ ও ২১ নভেম্বর পরিচালিত পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, শ্রীবরদী উপজেলার লাওচাপাড়া ও জোলগাঁও, ঝিনাইগাতীর বালিঝুড়ি, হালুয়াঘাটের লক্ষীকুড়া এবং ধোবাউড়ার ভূইয়াপাড়া সীমান্তপথ ব্যবহার করে চোরাকারবারীরা নানান কৌশলে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল। এসময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশি কুইচা মাছ, গরু এবং ভারতীয় জিলেট ব্লেড, নেভিয়া সফট ক্রিম, জনসন বেবি ক্রিম, স্কিন শাইন ক্রিম, ডাব সাবান, কম্বল, প্যান্টের কাপড়সহ বিভিন্ন পণ্য জব্দ করে। উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২৪ লাখ ৭ হাজার ৩৫০ টাকা।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও সব ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমনে বিজিবি প্রতিদিন ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান নিয়মিতভাবে চলবে।
মন্তব্য করুন