বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশা কান্দী গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে নিজ ঘরের ভেতর দুই শিশুকে গলা কেটে হত্যার পর এক মা আত্মহত্যা করেছেন—এমন অভিযোগ পেয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ভোর থেকে বাড়ির দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা প্রথমে বিষয়টি নিয়ে সন্দেহে পড়ে। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে তারা পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মা ও তাঁর দুই সন্তানের রক্তাক্ত নিথর দেহ দেখতে পান। মুহূর্তেই গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও শোক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে মর্গে পাঠায়। তদন্তকারী কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক বিরোধ বা মানসিক সংকট থেকে এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় পুরো গ্রাম শোকাহত। স্থানীয়রা বলেন, “এমন নির্মম ঘটনা আমাদের এলাকায় কখনো ঘটেনি। একজন মা কীভাবে নিজের সন্তানদের হত্যা করতে পারে—এটা ভেবে আমরা বাকরুদ্ধ।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন