২২ বছর পর আন্তর্জাতিক ফুটবলে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের নেপথ্যের নায়ক হামজা দেওয়ান চৌধুরী দেশে এসে তৈরি হয়েছিলেন যেনো এক উৎসবমুখর আবহ। দুর্দান্ত খেলা উপহার দেওয়া এই তারকা বুধবার সকালে ক্লাব দায়িত্ব পালনে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এখন তিনি যোগ দেবেন তার ক্লাব লেস্টার সিটিতে।
আরেক প্রবাসী ফুটবলার শামিত সোমও শিগগিরই ফিরছেন। পরিবারকে সময় দিতে তিনি সিলেটে দু’দিন থাকবেন এবং ২১ নভেম্বর কানাডার প্রিমিয়ার লিগের ক্লাবে রিপোর্ট করবেন।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল পুরো বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আনন্দে ভরা রাত। ২০০৩ সালের পর আবারও ভারতকে হারিয়ে ইতিহাস গড়ে লাল-সবুজের ছেলেরা—যার কেন্দ্রবিন্দুতে ছিলেন হামজা ও শামিত।
আগামী মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ওই ম্যাচে অংশ নিতে আবার দেশে ফিরবেন হামজা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাসিমুখে বলেও গেছেন, “মার্চে আবার দেখা হবে।”
তবে তিনি ঠিক কবে ঢাকায় অনুশীলনে যোগ দেবেন, তা নির্ভর করছে লেস্টার সিটির সূচির ওপর।
এ বছর ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে জাতীয় দলে অভিষেক হয় হামজার। সাত ম্যাচে তিনি ইতোমধ্যে করেছেন ৪ গোল।
অন্যদিকে শামিত সোমের আন্তর্জাতিক অভিষেক সিঙ্গাপুরের বিপক্ষে, ১০ জুন। বাংলাদেশ জার্সিতে তার এখন পর্যন্ত ৫ ম্যাচে ১ গোলের রেকর্ড।
মন্তব্য করুন