পটুয়াখালীর সদর থানাধীন টোল প্লাজা এলাকার কাছ থেকে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৩,৫৭০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। পরে এসব মাছ স্থানীয় এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পটুয়াখালী ও মৎস্য বিভাগ যৌথভাবে টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি ট্রাক আটক করে তল্লাশি চালানো হলে ২৪ লাখ ৯৯ হাজার টাকা সমমূল্যের ৩,৫৭০ কেজি জাটকা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কোস্টগার্ড কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
পরে পটুয়াখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়। কর্তৃপক্ষ বলছে, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা পরিবহন বন্ধে অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন